dictamni cream ব্যবহারের নিয়ম, side effects bangla,উপকারিতা

আমাদের আজকের এই আর্টিকেলে dictamni cream এর উপকারিতা, dictamni cream ব্যবহারের নিয়ম, dictamni ক্রিম পার্শ্ব প্রতিক্রিয়া এবং dictamni cream side effects bangla এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই আপনি যদি dictamni cream এর কাজ কি এবং dictamni cream ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত করুন।
dictamni-cream-এর-কাজ-কি-dictamni-cream-ব্যবহারের-নিয়ম-dictamni-cream-এর-উপকারিতা-পাইলস-এর-ক্রিম-চায়না-dictamni-cream-ব্যবহারের-নিয়ম-dictamni-ক্রিম-পার্শ্ব-প্রতিক্রিয়া-dictamni-cream-এর-দাম-কত-পাইলস-এর-ক্রিম-বাংলাদেশ
এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আপনি dictamni cream সম্পর্কিত সকল তথ্য ও বিশেষ করে dictamni cream এর কাজ কি এবং dictamni cream ব্যবহারের নিয়ম সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন। তাই আপনার যদি এই ক্রিম সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে মনোযোগ দিয়ে পড়ুন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে dictamni cream এর কাজ কি এবং dictamni cream ব্যবহারের নিয়ম জানা যাক।

dictamni cream এর কাজ কি। পাইলস এর ক্রিম বাংলাদেশ, dictamni cream ki kaj kore

dictamni cream অর্শ, পাইলস বা ফিস্টুলা রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি মহা ঔষধ। যাদের পাইলস রয়েছে তারা সবাই মোটামুটি এই ক্রিম সম্পর্কে হালকা পাতলা জানে কিন্তু বিস্তারিত জানেনা। যার ফলে অনেকেই প্রশ্ন করে dictamni cream এর কাজ কি? তাদের সুবিধার্থে আমাদের আর্টিকেলের এই অংশে dictamni cream এর কাজ কি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
 
dictamni cream মূলত অ্যানাস্থেটিক হিসাবে কাজ করে। যাদের পাইলস এর কারণে মলদ্বার দিয়ে রক্ত পড়ে, পায়খানা করতে কষ্ট হয়, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না এবং তাদের মলদ্বার ফুলে থাকে তাদের মলদ্বারে বা পাইলস আক্রান্ত স্থানে dictamni cream ব্যবহারের নিয়ম অবলম্বন করে লাগিয়ে দিলে খুব অল্প সময়ের মধ্যে পাইলস বা ফিস্টুলার ব্যাথা কমিয়ে দেয় ও ফোলাভাব কমিয়ে স্বস্তি ফিরিয়ে দেয়।
 
যাদের মনে প্রশ্ন ছিল dictamni cream এর কাজ কি? আশা করি তারা মোটামুটি বুঝতে পেরেছেন dictamni cream এর কাজ সম্পর্কে। আপনাদের সুবিধার্থে সিরিয়াল অনুসারে এই ক্রিম এর কাজ উল্লেখ করা হলো যাতে আপনারা সহজেই পড়তে পারেন এবং এই ক্রিমের আসল কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন।
 
dictamni cream এর কাজ নিচে উল্লেখ করা হলোঃ
  • ব্যাথা দূর করে
  • রক্তপাত বন্ধ করে
  • জ্বালাপোড়া কমিয়ে দেয়
  • গরম অনুভূতি সৃষ্টি করে
  • ফোলাভাব কমিয়ে দেয়
  • মুখের আলসার ভালো করতে সহায়তা করে
আশা করি বুঝতে পেরেছেন dictamni cream এর কাজ কি। তবে এই আর্টিকেলটি পড়ে আপনার মনে হতে পারে ক্রিমটি ক্রয় করে ব্যবহার করবেন, কিন্তু ভুলেও এই কাজটি করবেন না। কারণ অর্শ, পাইলস বা ফিস্টুলা হলো সংবেদনশীল রোগ। সামান্য ভুল চিকিৎসার কারণে এসব রোগ ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তাই এসব রোগের চিকিৎসা পদ্ধতি গ্রহণের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করতে হবে।

dictamni cream এর উপকারিতা। পাইলস এর ক্রিম চায়না

dictamni cream এর অনেক উপকারিতা রয়েছে। যেহেতু আর্টিকেলের উপরের অংশ dictamni cream এর কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেহেতু হয়তো বুঝে গিয়েছেন dictamni cream এর উপকারিতা কি। কারণ যেকোনো ওষুধের কাজকেই তার উপকারিতা বলা হয়। তাই আপনাদের সময় নষ্ট না করে নিচে dictamni cream ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

dictamni cream ব্যবহারের নিয়ম। dictamni cream how to use

যে কোন ঔষধ বা ক্রিম আপনি যদি সঠিক নিয়ম অনুসরণ না করে ব্যবহার করেন তাহলে কোন ফলাফল পাবেন না। তাই যেকোন ঔষধ বা ক্রিম ব্যবহার করবে অবশ্যই সেটি ব্যবহারের সঠিক নির্দেশনা জেনে নিতে হবে। তাই যারা dictamni cream ব্যবহার করতে ইচ্ছুক কিংবা ব্যবহার করতেন তার অবশ্যই মনোযোগ দিয়ে dictamni cream ব্যবহারের নিয়ম সঠিকটি জেনে নিন।
 
dictamni cream হলো একটি হারবাল ক্রিম যেটি মূলত চীন দেশে তৈরি হয়। এটি বিভিন্ন ধরনের ভেষজ উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে তাই মোটামুটি ক্ষতিকর কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ক্রিমটি ব্যবহার করে অর্শ, পাইলস বা ফিস্টুলা রোগ ভালো করা সম্ভব। যেহেতু মলদ্বার একটি সেনসিটিভ জায়গা তাই এই জায়গায় যেকোন ক্রিম বা মলম সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। চলুন জেনে নেওয়া যাক dictamni cream ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত।
 
প্রধান কথা হচ্ছে আপনি যদি dictamni cream ব্যবহারের নিয়ম সঠিকটি জানতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হারবাল চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করতে হবে। কারণ তিনি আপনার রোগের ধরন এবং বর্তমান পরিস্থিতির পর্যবেক্ষণ করে সঠিক নিয়মে ক্রিমটি ব্যবহারের নির্দেশনা দিতে পারবেন, যা আর অন্য কেউ পারবেনা। তবে dictamni cream ব্যবহারের সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো।
 
ক্রিমটি ব্যবহার করার পূর্বে অর্শ, পাইলস বা ফিস্টুলা আক্রান্ত স্থানটি অর্থাৎ আপনার মলদ্বার ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন। এরপরে আপনার হাত পরিষ্কার দ্রব্য দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর আঙ্গুলের ডগায় সামান্য পরিমাণ dictamni cream নিয়ে মলদ্বারে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। তবে মনে রাখবেন ক্রিম সম্পূর্ণভাবে শুকিয়ে না যাওয়া পর্যন্ত ঘষাঘষি করা যাবে না।
 
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, dictamni cream কতদিন ব্যবহার করতে হবে? একজন অভিজ্ঞ হারবাল চিকিৎসকের পরামর্শ হলো যতদিন না পর্যন্ত আপনার অর্শ, পাইলস বা ফিস্টুলা ভালো হচ্ছে ততদিন পর্যন্ত ক্রিমটি ব্যবহার করতে হবে। তবে এর ক্ষেত্রে কয়েকটি বিষয় রয়েছে যেগুলোর উপর নির্ভর করে আপনাকে ক্রিমটি ব্যবহার করতে হবে।
 
আগেই বলে রাখা ভালো, বয়স যদি ৬ বছরের নিচে হয় এবং যদি এলার্জির সমস্যা থাকে তাহলে কোনোভাবেই অভিজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া dictamni cream ব্যবহার করা যাবে না। কারণ অনেক সময় এসব ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জিক উপসর্গ মারাত্মক হারে দেখা দিতে পারে।
প্রথম বিষয়টি হচ্ছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি স্বাভাবিক থাকে তাহলে ১০ দিনে ক্রিমটি ব্যবহার করলে মোটামুটি ফলাফল পাওয়া যাবে। ২ মাস ব্যবহার করলে আপনার মলদ্বার স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে। তবে আপনি যদি পাইলস জাতীয় রোগ থেকে সম্পূর্ণ পরিত্রাণ পেতে চান তাহলে আপনাকে উল্লেখিত dictamni cream ব্যবহারের নিয়ম অনুসরণ করে সর্বনিম্ন ৪ মাস প্রতিদিন ৩ বার থেকে ৪ বার ক্রিমটি ব্যবহার করতে হবে।
 
আপনার শরীরের কোন কাটা বা ক্ষত স্থানে ক্রিমটি ব্যবহার করবেন না। এই ক্রিমটি ব্যবহারের পরে আপনার হাত আবার পরিষ্কারক দ্রব্য দিয়ে ভালোভাবে ধুয়ে নিবেন। আর অবশ্যই মনে রাখবেন, dictamni cream কোনোভাবেই যেন আপনার চোখে, মুখে কিংবা নাকে প্রবেশ না করে। কারণ এগুলো সম্পূর্ণ বাহ্যিকভাবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, তাই ক্রিমটি চোখে, মুখে কিংবা নাকে গেলে মারাত্মক যন্ত্রণা হতে পারে।
 
আপনি যদি একজন গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলা হন তাহলে ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের অনুমতি গ্রহণ করবেন। কারন অনেক সময় বিভিন্ন ঔষধ বা ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভের সন্তানের উপর বা ছোট্ট শিশুর ওপরে প্রভাব ফেলতে পারে। তাই এ সকল বিষয়ে সব সময় সচেতনতা অবলম্বন করতে হবে।

dictamni ক্রিম পার্শ্ব প্রতিক্রিয়া। dictamni cream side effects bangla

dictamni ক্রিম এর মারাত্মক বা আহামরি কোন পার্থ প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে অন্যান্য ক্রিম এর মত dictamni ক্রিম এর সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যারা এই ক্রিমটি ব্যবহার করতে চাচ্ছেন কিংবা ক্রিমটি এখন ব্যবহার করছেন তাদের অবশ্যই dictamni ক্রিম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অবগত থাকা উচিত।
 
dictamni (ডিক্টামনি) ক্রিম পার্শ্ব প্রতিক্রিয়া নিচে দেওয়া হলঃ
  • লাল ভাব দেখা দিতে পারে
  • প্রয়োগকৃত স্থানে সামান্য চুলকাতে পারে
  • মলদ্বার শুকিয়ে যেতে পারে ঠিক যেমন শীতকালে আমাদের ঠোঁটের পরিস্থিতি হয়
  • এলার্জিক উপসর্গ দেখা দিতে পারে
  • শ্বাসকষ্ট হতে পারে
উল্লেখিত dictamni ক্রিম পার্শ্ব প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোন মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তৎক্ষণাৎ ক্রিমটি ব্যবহার করা বন্ধ করতে হবে এবং চিকিৎসককে এই বিষয়ে জানাতে হবে। কারণ অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া গুলো অন্য রোগেরও হতে পারে। তাই সবচেয়ে ভালো হয় একজন চিকিৎসককে এই বিষয়ে জানানো।

dictamni cream এর দাম কত। dictamni cream price, dictamni cream original vs fake

যেহেতু এটি একটি চাইনিজ হারবাল ক্রিম তাই আপনি এটি সব জায়গায় পাবেন না। আসল ক্রিমটি পেতে হলে আপনাকে হারবাল ঔষধালয় থেকে ক্রয় করতে হবে কিংবা আপনি বিভিন্ন অনলাইন শপ থেকেও dictamni (ডিকটামনি) cream ক্রয় করতে পারবেন। বাংলাদেশে বর্তমানে বেশি এবং বিদেশি ঔষধ ক্রয় করার জন্য অনলাইন শপ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তাই আপনি আসল পণ্য পেতে জনপ্রিয় অনলাইন শপে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে আপনার ঠিকানায় সঠিক সময় পণ্য পৌঁছে দিবে। dictamni cream এর বর্তমান দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে।

ব্যক্তিগত মতামতঃ dictamni cream ব্যবহারের নিয়ম, dictamni cream side effects bangla

এই আর্টিকেলে dictamni cream side effects bangla, dictamni cream এর উপকারিতা, dictamni cream ব্যবহারের নিয়ম, dictamni ক্রিম পার্শ্ব প্রতিক্রিয়া এবং dictamni cream এর দাম কত এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি সামান্যতম উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + twenty =