নরিয়াম ৫ ট্যাবলেট এর কাজ কি, এ নরিয়াম ৫ ও ১০ কি ঘুমের ঔষধ। নরিয়াম (norium) ৫ ও ১০ কেন খায়, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, দাম কত

প্রিয় পাঠক, নরিয়াম ৫ এর কাজ কি, নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ, নরিয়াম 10 এর কাজ কি,
নরিয়াম ১০ কি ঘুমের ঔষধ, নরিয়াম কেন খায় এবং নরিমায় সকল তথ্য সম্পর্কে জানতে
আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। কারণ এই আর্টকেলে নরিয়াম ৫ এর কাজ কি, নরিয়াম ৫
কি ঘুমের ঔষধ, নরিয়াম 10 এর কাজ কি, নরিয়াম কেন খায়, নরিয়াম ১০ কি ঘুমের ঔষধ
কিনা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই সময় নষ্ট না করে নিজের জীবন
রক্ষার্থে নরিয়াম ট্যাবলেট এর নির্দেশনা জেনে নিন।
নরিয়াম-৫-এর-কাজ-কি-নরিয়াম-৫-কি-ঘুমের-ঔষধ-নরিয়াম-10-এর-কাজ-কি-নরিয়াম-১০-কি-ঘুমের-ঔষধ-নরিয়াম-কেন-খায়-নরিয়াম-৫-খাওয়ার-নিয়ম-নরিয়াম-৫-এর-পার্শ্বপ্রতিক্রিয়া-নরিয়াম-৫-দাম-কত--নরিয়াম-১০-দাম-কত--নরিয়াম-১০-খাওয়া-নিয়ম
নরিয়াম ৫ ট্যাবলেট এর কাজ কি, নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ
অধিকাংশ মানুষই ঔষধ সম্পর্কে না জানার কারণে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন
হচ্ছে। তাই আপনি যদি নরিয়াম খান বা খেতে চান তাহলে নরিয়াম ৫ এর কাজ কি,
নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ, নরিয়াম 10 এর কাজ কি, নরিয়াম ১০ কি ঘুমের ঔষধ কিনা
জেনে নিন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক নরিয়াম ৫ এর
কাজ কি, নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ, নরিয়াম 10 এর কাজ কি, নরিয়াম ১০ কি ঘুমের
ঔষধ নাকি? এই সম্পর্কে খুঁটিনাটি সমগ্র নিয়মাবলী।

ভূমিকাঃ নরিয়াম ৫ এর কাজ কি। নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ ও নরিয়াম ১০ কি ঘুমের
ঔষধ

এই আর্টিকেল জুড়ে নরিয়াম ৫ এর কাজ কি, নরিয়াম ৫ কেন খায়, নরিয়াম ৫ কি
ঘুমের ঔষধ, নরিয়াম ৫ খাওয়ার নিয়ম, নরিয়াম ৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া,
নরিয়াম ৫ দাম কত, নরিয়াম 10 এর কাজ কি, নরিয়াম ১০ কিসের ঔষধ, নরিয়াম ১০ কি
ঘুমের ঔষধ, নরিয়াম ১০ কেন খায়, নরিয়াম ১০ খাওয়ার নিয়ম, নরিয়াম ১০ এর
পার্শ্বপ্রতিক্রিয়া, নরিয়াম ১০ দাম কত এই সম্পর্কে আসল তথ্যগুলো আপনাদের মাঝে
অল্প কথাই তুলে ধরা হয়েছে। আপনি যদি নরিয়াম (norium) tablet সম্পর্কে
বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য শ্রেষ্ঠ হতে পারে।

নরিয়াম ৫ এর কাজ কি। norium tablet এর কাজ কি। norium 5 ki kaj kore

নরিয়াম ট্যাবলেট প্রস্তুত করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুত কারক
প্রতিষ্ঠান Eskayef Pharmaceuticals লিমিটেড। এই কোম্পানির প্রতিটি ঔষধ খুবই
কার্যকর, তাই ঔষধ শিল্পে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর বেশ খ্যাতি
রয়েছে। নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট এর রং ফ্রেশ সাদা কালার।
নরিয়াম ট্যাবলেট বাজারে ৫ মিলিগ্রাম ও ১০ মিলিগ্রাম হিসাবে পাওয়া যায়।
আপনাদের সুবিধার্থে আর্টিকেলের এই অংশে আলোচনা করা হয়েছে নরিয়াম ৫ এর কাজ কি
এবং পরবর্তীতে নরিয়াম 10 এর কাজ কি তা আলোচনা হবে। তো চলুন জেনে নেওয়া যাক
নরিয়াম ৫ এর কাজ কি, আপনারা নরিয়াম ৫ ট্যাবলেট কেন খাবেন বা ডাক্তারেরা
নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট কেন খেতে বলে এই সম্পর্কে সকল তথ্য বিস্তারিত।
যেহেতু এই ট্যাবলেট অনেক মানুষ ঘুমের জন্য খায় তাই আর্টিকেলে আপনাদের সকল তথ্য
জানানোর জন্য আলোচনা করা হবে নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ কিনা? আপনিও যদি জানতে চান
তাহলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। কারণ আর্টিকেলের
প্রতিটি অংশ একে অপরের সাথে সম্পৃক্ত।

নরিয়াম ৫ এর কাজ কি তা নিচে দেওয়া হলঃ

  • মাইগ্রেন ভালো করে
  • হিস্টামিন হ্রাস করে
  • শ্রবণ শক্তি বৃদ্ধি করে
  • চোখের ব্যথা দূর করে
  • পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ
  • ভ্রমণ জনিত মাথাব্যথা ঠিক করে
  • মৃগী রোগীর খিঁচুনি প্রতিরোধে সাহায্য করে
  • মস্তিষ্কের রক্তনালীতে রক্ত প্রবাহ বৃদ্ধি করে
  • মেনিয়ার রোগ কারনে সৃষ্ট মাথাব্যথা ভালো করে
  • পার্কিনসন রোগের কারনে সৃষ্ট মাথাব্যথা ভালো করে

মাইগ্রেন ভালো করে

আপনি যদি যেকোন ফার্মেসীর দোকানদারকে গিয়ে বলেন নরিয়াম ৫ এর কাজ কি তাহলে
সেই দোকানদারি নির্দ্বিধায় বলে দেবে নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট মাইগ্রেন ভালো করে। অর্থাৎ এই ট্যাবলেট মাইগ্রেন ভালো করার জন্য সর্বাধিক ব্যবহৃত হয়।
যাদের সব সময় মাথা ব্যথা করে ও মাথা গরম হয়ে থাকে তারা চাইলে এই ট্যাবলেটটি
সেবন করতে পারেন।

হিস্টামিন হ্রাস করে

আমরা আমাদের স্বাভাবিক জীবন যাপনের জন্য যেসব প্রক্রিয়াকরণ খাবার খায় সেসব
খাবারের মধ্যে হিস্টামিন নামক উপাদান থাকে। আর এই উপাদানটি আমাদের মাথাব্যথা
সৃষ্টি করে। মাথা ব্যাথা দূর করার জন্য ক্যাফেইন অনেক সাহায্য করে। নরিয়াম ৫
মিলিগ্রাম ট্যাবলেট সেবন করলে এটি হিস্টামিন হ্রাস করে ক্যাফেইন বৃদ্ধি করে।

শ্রবণ শক্তি বৃদ্ধি করে

আপনার মনে যদি প্রশ্ন থাকে নরিয়াম ৫ এর কাজ কি তাহলে নরিয়াম ৫ ট্যাবলেট এর
এই কাজটি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি হয়তো ইতিমধ্যে মনে করেছেন নরিয়াম ৫
ট্যাবলেট শুধুমাত্র মাথা ব্যথার জন্যই কাজ করে। বিষয়টি মোটেও এরকম নয়, কারণ
এই ট্যাবলেট শ্রবণ শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে। যারা কানে কম শুনেন বা
যাদের কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ করে চিকিৎসকেরা তাদেরও নরিয়াম ৫ ট্যাবলেট
সেবনের নির্দেশনা দেন।

পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ

আমাদের শরীরের মধ্যে ছোট ছোট অনেক রগ আছে যার মধ্যে দিয়ে রক্ত চলাচল করে। এই
রগগুলোতে যখন চর্বি জমে যায তখন রক্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন। এই
কারণে অনেক সময় মাথার মধ্যে ব্যথা হয় বা মাথা ঘুরায়, একে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলে হয়। এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এর কারণেও অভিজ্ঞ
চিকিৎসকেরা নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট সেবন করতে বলেন।
নরিয়াম-৫-এর-কাজ-কি-চিত্র-১

ভ্রমণ জনিত মাথাব্যথা ঠিক করে

অনেকের ভ্রমণের কারণে মাথাব্যথা করে। যানবহনে করে এক জায়গা থেকে অন্য
জায়গায় যাওয়ার সময় মাথার মধ্যে প্রচন্ড ব্যথা করে বা মাথা ঘুরায়। যাদের
এই ধরনের সমস্যা রয়েছে তারা ভ্রমণের ৩০ মিনিট পূর্বে নরিয়াম ৫ মিলিগ্রাম
ট্যাবলেট খেয়ে নেবেন। এই ট্যাবলেট খাওয়ার পরে আপনি যতই ভ্রমন করেন না কেন
আপনার আর মাথা ব্যথা করবে না।

মৃগী রোগীর খিঁচুনি প্রতিরোধে সাহায্য করে

মৃগী রোগীদের অনেক সময় হঠাৎ করে খিঁচুনি দেখা দেয়। আপনি যদি কোন মৃগী
রোগীদের খিচুনি হওয়ার সময় উপস্থিত থাকেন তাহলে তৎক্ষণাৎ নরিয়াম ৫
মিলিগ্রাম ট্যাবলেট যেকোন ফার্মেসির দোকান থাকে কিনে খাওয়াই দিবেন। কারণ এই
ট্যাবলেটটি মৃগী রোগীর খিঁচুনি প্রতিরোধে সাহায্য করে। আপনি হয়তো ইতিমধ্যে
নরিয়াম ৫ এর কাজ কি এই সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন।

মেনিয়ার রোগের কারনে সৃষ্ট মাথাব্যথা ভালো করে

মেনিয়ার রোগ সবচেয়ে সাধারণ লক্ষণ হচ্ছে মাথাব্যথা। মেনিয়ার রোগ কারনে
সৃষ্ট মাথাব্যথা ভালো করার জন্য এসকেএফ ফার্মাসিউটিক্যালস এর নরিয়াম ৫
ট্যাবলেটটি অনেক কার্যকর। তাই আপনার বা আপনার পরিচিত কারো যদি মেনিয়ার রোগ হয় এবং এই রোগের কারণে যদি মাথাব্যথা হয় সেক্ষেত্রে নরিয়াম ৫ ট্যাবলেটটি
সেবনে ভালো ফলাফল পাওয়া যায়।

পার্কিনসন রোগের কারনে সৃষ্ট মাথাব্যথা ভালো করে

পার্কিনসন রোগের নাম হয়তো আপনার অনেকেই শুনেছেন, কারণ এই রোগটির সাথে অনেকেই
পরিচিত। এ রোগের কারণে মাথাব্যথা থেকে শুরু করে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। পার্কিনসন রোগের কারনে সৃষ্ট মাথাব্যথা ভালো করতে নরিয়াম ৫ ট্যাবলেট এর
কার্যকারিতা অতুলনীয়।
নরিয়াম ৫ এর কাজ কি এই সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্টিকেল
শেষ পর্যন্ত পড়লে আপনি আরো জানতে পারবেন নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ কিনা।
নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট এর কাজ জানার পরে আপনার মনে হতে পারে এই
ট্যাবলেটটি আপনি খেতে পারবেন। কিন্তু এরকম ভুল কখনোই করবেন না, কারণ যেকোন
ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে আর্টিকেলে
উল্লেখিত তথ্যগুলো নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে আপনাদের পরিপূর্ণ
ধারণা সক্ষম।

নরিয়াম ৫ কি কাজ করে

যারা আর্টিকেলের উপরের অংশ অর্থাৎ নরিয়াম ৫ এর কাজ কি অংশটি মনোযোগ দিয়ে
পড়েছেন তারা অবশ্যই জানতে পেরেছেন নরিয়াম ৫ কি কাজ করে। কারণ কাজ কি এবং
এবং কি কাজ করে এই দুইটি কথা দ্বারা পরোক্ষভাবে একই অর্থ প্রকাশ করে। তাই
আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য নরিয়াম ৫ কি কাজ করে তা
অতিরিক্তভাবে আর আলোচনা করলাম না।

নরিয়াম কেন খায়

অনেকে প্রশ্ন করে নরিয়াম কেন খায়? আপনারা যদি প্রশ্ন থাকে নরিয়াম কেন খায়
তাহলে জেনে নিন, নরিয়াম খাওয়ার প্রধান কারণ হচ্ছে মাইগ্রেন থেকে মুক্তি
পাওয়া। এছাড়া আরো অনেক কারণে নরিয়াম খায়। নরিয়াম কেন খায় আপনি যদি
বিস্তারিত ভাবে জানতে চান তাহলে আমাদের আর্টিকেলের উপরের প্রথম অংশ অর্থাৎ
নরিয়াম এর কাজ কি তা ভালোভাবে পড়ে নেবেন। এজন্যই আপনাদের সবসময় বলি
আর্টিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য।
ওই অংশটুকু আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ধৈর্য ধরে পড়তে
পারেন তাহলে নরিয়াম সম্পর্কে আপনার মনের মধ্যে যত ধরনের প্রশ্ন রয়েছে সকল
প্রশ্নের উত্তর অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন। তাই যদি জানতে চান যে,
নরিয়াম কেন খায়? তাহলে আর্টিকেলের ওই অংশটুকু পড়ে আসুন।

নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ

অনেকেই এই আর্টিকেলটি পড়ছে শুধুমাত্র এটা জানার জন্য যে, নরিয়াম ৫ কি ঘুমের
ঔষধ কিনা? আপনিও যদি জানতে চান নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ নাকি তাহলে এই
আর্টিকেলটি আপনি শেষ পর্যন্ত পড়ুন। আপনি যদি আর্টিকেলের এই অংশটুকু মনোযোগ
দিয়ে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে এই ট্যাবলেটের আসল কাজ সম্পর্কে
পরিষ্কার ধারণা পাবেন।
যারা আমাদের আর্টিকেলের নরিয়াম ৫ এর কাজ কি অংশটি মনোযোগ দিয়ে পড়েছেন তারা
অবশ্যই ইতিমধ্যে বুঝে গেছেন যে নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ নাকি। তারপরেও যাদের
মনে প্রশ্ন রয়েছে তারা এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়তে থাকুন। চলুন আপনাদের
মূল্যবান সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক।

বর্তমানে অনেকেই ঘুমের জন্য নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট খাচ্ছে এর একমাত্র
কারণ পরিস্থিতি এবং পরিবেশ। আমাদের দেশের পরিস্থিতি এমন হয়েছে, যেকোনো
ফার্মেসিতে গিয়ে ঘুমের ঔষধ চাইলে তারা চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীতই
নরিয়াম ৫ ট্যাবলেট দিয়ে দেয়। যার ফলে সাধারণ মানুষেরা ধীরে ধীরে নরিয়াম ৫
ট্যাবলেটকে ঘুমের ওষুধ মনে করতে শুরু করেছে।
কিন্তু আপনি কি জানেন? নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ নাকি বা এই ট্যাবলেট এর মূল
কাজ কি। যারা নরিয়াম ৫ ট্যাবলেটকে ঘুমের ওষুধ মনে করে খাচ্ছেন তারা ভবিষ্যতে
নরিয়াম ৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া এর সম্মুখীন হবেন। কারণ ঘুম হচ্ছে নরিয়াম
৫ মিলিগ্রাম ট্যাবলেটের একটি পার্শ্ব প্রতিক্রিয়া, যাকে অনেকেই উপকারিতা মনে
করছে।
নরিয়াম-৫-কি-ঘুমের-ঔষধ-কিনা-জেনে-নিন
তবে আপনি যদি এক কথায় জানতে চান নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ? তাহলে উত্তর হচ্ছে
হ্যাঁ। নরিয়াম ৫ ঘুমের ঔষধ। তবে আরো জেনে রাখুন এই ট্যাবলেটটি অনিদ্রা দূর
করার জন্য তৈরি করা হয়নি, এই ট্যাবলেটের প্রধান কাজ হচ্ছে মাইগ্রেশন বা
মাথাব্যথা দূর করা। তবে এই ট্যাবলেটের মধ্যে এমন উপাদান রয়েছে যার জন্য ঘুম
হয়।

মাইগ্রেশনের অনেক কারণ রয়েছে। অনেক শ্রমজীবী মানুষ বিভিন্ন চাপযুক্ত কাজ করে
আর এই মানসিক এবং শারীরিক চাপের কারণে মাথাব্যথা হয়। তারা যখন মাথাব্যথার
জন্য নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট খায় তখন তাদের মাথাব্যথায় অল্প সময়ের
মধ্যে ছেড়ে যায় এবং এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘুম দেখা দেয়।
আপনি জানলে অবাক হবেন যে, এই ট্যাবলেট খাওয়ার পরে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নামক এক ধরনের হরমোন নিশ্চিত হয় যার ফলে আমাদের মাথা ব্যথা খুব
অল্প সময়ের মধ্যে সেরে যায় এবং ঘুম চাপে। কারণ এই ট্যাবলেট এর উপাদান
আমাদের মস্তিষ্কের নিউরনগুলোকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে যার ফলে আমাদের
relax feel হয়।
নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ কিনা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি আমার
অনুরোধ থাকবে কখনোই শুধুমাত্র ঘুমের জন্য এই ট্যাবলেটটি সেবন করবেন না।
যেহেতু নরিয়াম ৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তাই চিকিৎসকের দেওয়া
নরিয়াম ৫ খাওয়ার নিয়ম অনুসরণ করে ওষুধটি খাবেন, এতে আপনি সুরক্ষিত থাকতে
পারবেন।

নরিয়াম ৫ খাওয়ার নিয়ম

নরিয়াম ৫ খাওয়ার নিয়ম নির্ভর করে আপনি কোন রোগের জন্য নরিয়াম ৫ মিলিগ্রাম
ট্যাবলেটটি খাচ্ছেন। যেহেতু এই ট্যাবলেটটি অনেক রোগের প্রতিষেধক হিসাবে সেবন
করা হয় তাই রোগের উপর নির্ভর করে নরিয়াম ৫ খাওয়ার নিয়ম নির্ধারিত হয়।
তাই সর্বপ্রথম আগে রোগ নির্ণয় করতে হবে।
আর রোগ নির্ণয় করার জন্য আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা
গ্রহণ করতে হবে। কারণ তিনি আপনার শারীরিক পরিস্থিতি এবং রোগের ধরন পর্যবেক্ষণ
করে আপনাকে নরিয়াম ৫ খাওয়ার নিয়ম সম্পর্কে জানিয়ে দিবে। তাই নরিয়াম ৫
খাওয়ার নিয়ম সঠিকভাবে জানতে হলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে
হবে।
তবে এই আর্টিকেলে নরিয়াম ৫ খাওয়ার সাধারণ কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে
যেগুলো আপনি নির্দ্বিধায় অনুসরণ করতে পারবেন এতে কোন সমস্যা হবে না। কারণ এই
নিয়মগুলো অধিকাংশ চিকিৎসকেরাই তাদের রোগীদের দিয়ে থাকে। তাই চলুন জেনে
নেওয়া যাক নরিয়াম ৫ খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
নরিয়াম ৫ খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স ১৮ বছরের উপরে এবং ৬০ বছরের নিচে
তাদের জন্য প্রতিদিন একটি করে ভরা পেটে নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট সেবন
করতে হবে। তবে রোগের ধরন এবং রোগীর শারীরিক পরিস্থিতি অনুসারে চিকিৎসকেরা
বিভিন্ন ডোজে এ ট্যাবলেটটি সেবনের নির্দেশনা দিয়ে থাকেন। আর যারা
স্তন্যদানকারী ও গর্ভবতী রয়েছে তাদের এই ট্যাবলেটটি খাওয়া পূর্বে ডাক্তারের
পরামর্শ নিয়ে হবে।
তাই সবচেয়ে ভালো হয় একজন চিকিৎসকের নির্দেশনা নিয়ে অর্থাৎ চিকিৎসকের
নির্দেশিত নরিয়াম ৫ খাওয়ার নিয়ম অনুসরণ করা। আপনি যদি ডাক্তারের নিয়ম
অনুসরণ করেন তাহলে নরিয়াম ৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া কে অনেকাংশেই কমাতে করতে
পারবেন। তাই আপনি আপনার নিকটস্থ হাসপাতালে আজই যোগাযোগ করুন।

নরিয়াম ৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া। norium 5 mg tablet side effect

অন্যান্য সকল ট্যাবলেট এর মত নরিয়াম ৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তবে
পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হবে সেটি নির্ভর করে রোগীর শারীরিক পরিস্থিতি এবং
ট্যাবলেটটি কি ডোজ খাওয়া হচ্ছে এর ওপরে। চলুন বাড়তি কথা না বলে জেনে নেওয়া
যাক নরিয়াম ৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো সম্পর্কে বিস্তারিত।

নরিয়াম ৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া নিম্নরূপ দেওয়া হলঃ

  • অতিরিক্ত ঘুম
  • ক্লান্তি বোধ
  • ওজন বেড়ে যাওয়া
  • খাবার রুচি বেড়ে যাওয়া
  • বমি বমি ভাব
  • এলার্জি
  • অস্থিরতা
  • পেট খারাপ
  • পেশী ব্যথা
  • যকৃতের সমস্যা
উল্লিখিত পার্শ্ব প্রতিক্রিয়া ব্যতীত যদি মারাত্মক কোন পার্শ্ব প্রতিক্রিয়া
দেখা দেয় তাহলে নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়া বন্ধ করুন এবং আপনার
চিকিৎসককে অবগত করুন। কারণ এমন অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো
মারাত্মক রোগের উপসর্গ হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন নরিয়াম ৫ এর
পার্শ্বপ্রতিক্রিয়া গুলো সম্পর্কে বিস্তারিত।

নরিয়াম ৫ দাম কত। norium 5 price in bangladesh

নরিয়াম ৫ দাম সময় সাপেক্ষে পরিবর্তন হয়, তাই স্থায়ীভাবে বলা সম্ভব নয়
নরিয়াম ৫ দাম কত। তবে বর্তমান বাজার অনুসারে নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেটের
প্রতি পিসের দাম ৪ টাকা। যেহেতু এক পাতায় ১০ টি ট্যাবলেট থাকে তাই নরিয়াম ৫
মিলিগ্রামের ১ পাতা ট্যাবলেট এর দাম ৪০ টাকা। আপনি যেকোন ফার্মেসি থেকে খুব
সহজেই ট্যাবলেটটি ক্রয় করতে পারবেন।

নরিয়াম (Norium ) 10 এর কাজ কি। নরিয়াম ১০ কিসের ঔষধ। নরিয়াম ১০ কি কাজ
করে

যেহেতু আপনি এতক্ষণে নরিয়াম ৫ এর কাজ কি তা জেনেছেন তাহলে আশা করা যায়
নরিয়াম ট্যাবলেট সম্পর্কে আপনার সামগ্রিক ধারণা হয়েছে। নরিয়াম ৫ মিলিগ্রাম
ও ১০ মিলিগ্রামের কাজ মূলত একই। তবে নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট এর থেকে
নরিয়ান ১০ মিলিগ্রাম ট্যাবলেট বেশি কার্যকর অর্থাৎ যখন কোন নির্দিষ্ট রোগের
জন্য কোন রোগীর নরিয়াম ৫ মিলিগ্রাম ট্যাবলেট কাজ করে না তখন চিকিৎসকেরা তাকে
নরিয়াম (Norium ) 10 সেবনের নির্দেশনা দেন।

নরিয়াম ১০ কি ঘুমের ঔষধ

নরিয়াম ৫ মিলিগ্রাম ও ১০ মিলিগ্রামের কাজ একই। তাই নরিয়াম ৫ মিলিগ্রাম
ট্যাবলেট খেলে যেহেতু ঘুম হয় সেহেতু নরিয়াম ১০ খেলেও ঘুম হয়। নরিয়াম ৫ কি
ঘুমের ঔষধ যারা এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন
নরিয়াম ১০ কি ঘুমের ঔষধ কিনা এবং নরিয়াম ট্যাবলেট ঘুমের জন্য কিভাবে কাজ
করে।

নরিয়াম ১০ খাওয়ার নিয়ম

যাদের বয়স ৬০ বছরের উপরে তাদের জন্য চিকিৎসকেরা নরিয়াম ১০ মিলিগ্রাম ট্যাবলেট
খাওয়ার নির্দেশনা দেন। নরিয়াম ১০ খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে ভাত
খাওয়ার পরে ভরা পেটে খেতে হবে। তবে চিকিৎসকেরা রোগের ধরন এবং রোগীর শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন ডোজ এ নরিয়াম ১০ খাওয়ার নিয়ম এর
নির্দেশনা দেন।

নরিয়াম ১০ দাম কত

বর্তমান বাজার অনুসারে নরিয়াম ১০ মিলিগ্রাম ট্যাবলেটের প্রতি পিসের দাম ৭
টাকা। যেহেতু এক পাতায় ১০ টি ট্যাবলেট থাকে তাই নরিয়াম ১০ মিলিগ্রামের ১ পাতা
ট্যাবলেট এর দাম ৭০ টাকা। আপনি যেকোন ফার্মেসি থেকে কিংবা অনলাইন শপ থেকে খুব
সহজেই ট্যাবলেটটি ক্রয় করতে পারবেন।

ব্যক্তিগত মতামতঃ নরিয়াম ৫ এর কাজ কি। নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ। নরিয়াম
১০ কি ঘুমের ঔষধ

আমাদের আজকের এই আর্টিকেলে নরিয়াম ৫ এর কাজ কি, নরিয়াম ৫ কি ঘুমের ঔষধ,
নরিয়াম 10 এর কাজ কি এবং নরিয়াম ১০ কি ঘুমের ঔষধ নাকি এ সম্পর্কে বিস্তারিত
আলোচনা করা হয়েছে। আশা করি এই আর্টিকেল থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি
সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না।
আমাদের আর্টিকেল এর ফরমেটিং যদি আপনার ভালো লেগে থাকে এবং এরকম ফরমেটিং এ যদি
কোন ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনি কমেন্ট
করার কয়েক দিনের মধ্যেই একটি সুন্দর তথ্যমূলক আর্টিকেল আপনাকে উপহার দেওয়া
হবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোন আর্টিকেলে বিস্তারিত আলোচনা
করার জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =