অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র – অগ্রিম ছুটির জন্য আবেদন

অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র লেখার নিয়ম এবং অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র
লেখার নিয়ম জানতে চাচ্ছেন? শিক্ষকদের থেকে ছুটি নেওয়ার একটি কৌশল হলো তাদের
ইমোশনাল করে তোলা যা এই আর্টিকেলে করা হয়েছে। এই আর্টিকেলে অসুস্থতার জন্য ছুটির
আবেদন পত্র এর নমুন স্বরূপ বিভিন্ন ধরনের আবেদন পত্র লিখে রাখা হয়েছে। তাই আপনি
যদি এই নমুনগুলো মনোযোগ দিয়ে পড়েন তাহলে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লিখতে
পারবেন।
অসুস্থতার-জন্য-ছুটির-আবেদন-পত্র-বাবার-অসুস্থতার-জন্য-ছুটির-আবেদন-পত্র-মায়ের-অসুস্থতার-জন্য-ছুটির-আবেদন-পত্র-বোনের-অসুস্থতার-জন্য-ছুটির-আবেদন-পত্র-ভাইয়ের-অসুস্থতার-জন্য-ছুটির-আবেদন-পত্র
আবেদন পত্র লেখার সময় আপনি যদি পরিশুদ্ধ, নির্ভুল, ব্যাকরণগত ভুলহীন, মার্জিত
এবং আপনি যে উদ্দেশ্যে ছুটি নিতে চাচ্ছেন সেই উদ্দেশ্যের কথা যদি গুছিয়ে
উপস্থাপন করতে পারেন তাহলে আবেদন পত্রটি পড়ার পরে ছুটিদাতা আপনাকে ছুটি দিতে
বাধ্য থাকবে। তবে এরকম একটি আবেদনপত্র পেতে খোঁজাখুজি করার প্রয়োজন নেই কারণ এই
আর্টিকেল জুড়ে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র এর বিভিন্ন নমুনা উপস্থাপন করা
হয়েছে।
 

আর্টিকেল সূচিপত্রঃ নিচের যে অংশে পড়তে চান তার উপর ক্লিক করুন

ভূমিকাঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

আমাদের আজকের এই আর্টিকেল জুড়ে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম এবং
নমুনা দেখানো হয়েছে। আপনি যদি এই নিয়মগুলো মেনে অসুস্থতার জন্য ছুটির আবেদন
পত্র লিখতে পারেন তাহলে এমন কোন শিক্ষক নেই যে আপনাকে ছুটি দেবে না। তাই সময়
নষ্ট না করে হুবহু এই নিয়মেই অসুস্থতার জন্য আবেদনপত্র লেখার চেষ্টা করবেন।

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম এবং নমুনা

যেকোনো স্কুল, কলেজ, প্রতিষ্ঠান কিংবা অফিসে ছুটি নেওয়ার জন্য অসুস্থতার জন্য
ছুটির আবেদন পত্র লিখতে হয় এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিতে হয়। আপনাকে
ছুটি দেওয়া হবে নাকি দেওয়া হবে না সেটি সম্পূর্ণ নির্ভর করে আপনার আবেদনপত্রের
উপরে। তাই বুঝতে পারছেন এমন ভাবে আবেদন পত্র লিখতে হবে যাতে প্রতিষ্ঠান প্রধান
আবেদন পত্রটি পড়ার পরে আপনাকে ছুটি দিতে বাধ্য হয়।
তাই যারা বুঝতে পারছেন না ছুটি নেওয়ার জন্য কিভাবে আবেদন লিখতে হয় তাদের
সুবিধার্থে বিশেষ কিছু টেকনিক অবলম্বন করে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার
নিয়ম উল্লেখ করা হয়েছে। তাই তাড়াহুড়া না করে চেষ্টা করেন এই টেকনিকগুলো
ভালোভাবে পড়ার এবং সেই অনুসারে ধৈর্য ধরে কাজ করার।

শারীরিক অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
অধ্যক্ষ
সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ
টঙ্গি, ঢাকা।
 
বিষয়ঃ শারীরিক অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র।
 
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর “ক” বিভাগের একজন
নিয়মিত শিক্ষার্থী। গত ৫ জুলাই আমাকে রাসেই ভাইপার সাপ কামড়িয়ে দেয়। তৎক্ষণাৎ
আমি আমার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। তারা আমাকে রাসের
ভাইপার সাপের অ্যান্টিভেনম প্রদান করার কারণে আমি সাক্ষাৎ মৃত্যু থেকে রক্ষা
পায়।
 
মোটামুটি সুস্থতা অর্জন করে গতকালকেও স্কুলে এসে সম্পূর্ণ ক্লাস করেছি কিন্তু
আজকে হঠাৎ করে মাথা ঘোরাচ্ছে। ডাক্তার বলেছিল যদি মাথা ঘোরায় তাহলে হাসপাতালে
গিয়ে তার সাথে দেখা করতে। যেহেতু রাসেল ভাইপার সাপের বিষের তীব্রতা বেশি তাই
এই মুহূর্তে আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন। এজন্য আমার পক্ষে পরবর্তী ক্লাস
গুলো করা সম্ভব নয়।
 
অতএব, জনাবের নিকট আকুল আবেদন আমার অসুস্থতার কথা বিবেচনায় করে হাসপাতালে
যাওয়ার অনুমতি দিলে চিরকৃতজ্ঞ থাকবো।
 
নিবেদক
 
মোহাম্মদ আশরাফুল আলী
শ্রেণীঃ দশম
শাখাঃ ক
রোলঃ ১০

বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
অধ্যক্ষ
মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ
মতিঝিল, ঢাকা
 
বিষয়ঃ বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন।
 
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের নবম একজন নিয়মিত শিক্ষার্থী। আমি
“ক” বিভাগের অন্তর্গত এবং আমার শ্রেণীর রোল নং ২৩। আমার বাবা একজন ডায়াবেটিকস
এর রোগী, তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকসে ভুগছেন। আমি স্কুলে যাওয়ার সময় ও
তাকে সুস্থ দেখে আসলাম কিন্তু সংবাদ পেলাম তিনি অসুস্থ।
 
আজ সকাল থেকে তার ডায়াবেটিকস এর পয়েন্ট অনেক বেড়ে গিয়েছে তাই বাবাকে হাসপাতালে
নেওয়া হয়েছে। তিনি পেশায় একজন ব্যবসায়ী, ভাইবোনদের মধ্যে আমি সবার ছোট তাই
বাবা আমাকে অনেক ভালোবাসে। এজন্য হাসপাতালে গিয়ে আমাকে মনে মনে অনেক খুঁজছে।
আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি তাই এই মুহূর্তে আমার ছুটির প্রয়োজন।
 
অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে, বাবার অসুস্থতার জন্য আমাকে ছুটি দিয়ে চির
কৃতজ্ঞ করবেন।
 
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
 
সুনীল বড়ুয়া
শ্রেণীঃ নবম
শাখাঃ ক
রোল নংঃ ২৩

মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
প্রধান শিক্ষক
গ্রীনভিউ হাই স্কুল
মিরপুর, ঢাকা – ১২১৬
 
বিষয়ঃ মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন।
 
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী।
আমার শাখা “খ ” এবং রোল নং ৩৩। আমার মায়ের পিত্তথলিতে পাথর হয়েছে এবং আজ তার
অপারেশন করা হবে জেলা হাসপাতালে। যেহেতু আমরা ২ ভাইবোন এবং আমিই ছোট তাই মায়ের
সাথে আমার যাওয়ার বিশেষ প্রয়োজন।
 
আমার মা আমাকে অনেক ভালোবাসে এবং আমিও আমার মাকে অনেক ভালোবাসে। যেহেতু আমার
মায়ের অপারেশন হবে সকাল দুপুর ৩ টায় তাই বাসা থেকে আমাদের সকাল ১১ঃ৩০ মিনিটে
বের হতে হবে। এজন্য পরবর্তী ক্লাস গুলো করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এই
উপলক্ষে এখন আমার জরুরী ভিত্তিতে ছুটির প্রয়োজন।
 
অতএব, স্যারের কাছে আকুল আবেদন মায়ের অসুস্থতার জন্য আমাকে ছুটি প্রদান করে
বাধিত করবেন।
 
বিনীত
 
সোনালী খাতুন
শ্রেণীঃ সপ্তম
শাখাঃ খ
রোল নংঃ ৩৩

বোনের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
প্রধান শিক্ষক
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়
ভোলা, বরিশাল
 
বিষয়ঃ বোনের অসুস্থতার জন্য ছুটির আবেদন।
 
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার
শাখা “গ ” এবং রোল নং ২৩। আমরা ৩ ভাই ১ বোন এবং আমাদের মধ্যে আমার বোনই সবার
বড়। আমাদের মা মারা গেছে যখন আমরা অনেক ছোট। তখন থেকেই বোন আমাদের ৩ ভাইকে
সবসময় আদরে রেখে মায়ের অভাব বুঝতে দেয় নি।
 
আমার বোনের টাইফয়েট হয়েছে এবং জ্বর কিছুতেই কমছে না। আমার এলাকার বন্ধু খবর দিত
এখন নাকি জ্বর ১০৪ ডিগ্রি এজন্য তাকে হাসপাতালে নেওয়ার বিশেষ প্রয়োজন। আমার
বাবা বাস চালক এজন্য তিনি এখন আসতে পারবেন না। তাই বোনকে আমাকেই হাসপাতালে
নিয়ে যাওয়ার জন্য তৃতীয় ক্লাসপর আমার ছুটির প্রয়োজন।
 
অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন আমার বোনের অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে
ছুটি প্রদান করলে চিরজীবন ঋণী থাকবো।
 
আপনার স্নেহের
 
পাপ্পু আলী
শ্রেণীঃ ষষ্ঠ
শাখাঃ গ
রোল নং ২৩

ভাইয়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
প্রধান শিক্ষক
হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
বরিশাল
 
বিষয়ঃ ভাইয়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন।
 
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী।
আমার শাখা “ক” এবং রোল নং ৫৫। আমরা ১ ভাই ১ বোন এবং আমাদের মধ্যে আমাদের ভাই বড়
আর আমি ছোট। আমার বাবা মারা গেছে যখন আমি অনেক ছোট। বাবা মারা যাওয়ার পর থেকে
আমার ভাই মায়া মমতা, আদর যত্নে রেখে বাবার অভাব বুঝতে দেয়নি।
 
গতকাল রাত থেকে আমার ভাইয়ের পাতলা পায়খানা হয়েছে এবং আজ সকাল থেকে তার অবস্থা
খুবই খারাপ। আমি স্কুলেই আসতাম না কিন্তু যেহেতু আমার সামনে পরীক্ষা তাই
পরীক্ষার সিলেবাস নেওয়ার জন্য স্কুলে এসেছিলাম। এখন প্রথম ক্লাস চলছে এবং
দ্বিতীয় ক্লাস থেকে স্কুলে থাকা আমার পক্ষে কোনভাবে সম্ভব নয় কারণ আমার ভাইকে
চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
 
অতএব, জনাবের নিকট আকুল আবেদন আমার ভাইয়ের অসুস্থতার জন্য আমাকে ছুটি প্রদান
করে বাধিত করবেন।
 
আপনার একান্ত বাধ্যগত ছাত্রী
 
চায়নিকা আক্তার
শ্রেণীঃ দশম
শাখাঃ ক
রোল নং ৫৫

দাদার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
প্রধান শিক্ষক
রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়
লোকনাথ, রাজশাহী
 
বিষয়ঃ দাদার অসুস্থতার জন্য ছুটির আবেদন।
 
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেনীর একজন নিয়মিত
শিক্ষার্থী। আমার শাখা “ক” এবং রোল নং ০১। আমার দাদা একজন অবসরপ্রাপ্ত সেনা
কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি তার যুবক বয়সে আমাদের পরিবারসহ এলাকা,
সমাজ এবং রাষ্ট্রের জন্য ব্যাপক দায়িত্ব পালন করেছেন বলে ব্যক্তিগতভাবে আমি
মনে করি।
 
আমার দাদা দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন কিন্তু আজ সকাল থেকে আমার
দাদা খুবই অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সুস্থ করার জন্য হাসপাতালে নেওয়ার
প্রয়োজন। আর আমাদের পরিবারে মোটামুটি সবাই বাহিরে চাকরি করে তাই দাদাকে
হাসপাতালে নেওয়ার দায়িত্ব আমাকেই নিতে হবে। তাই দাদার অসুস্থতার জন্য আমার
ছুটির প্রয়োজন।
 
অতএব, আপনার কাছে আকুল আবেদন দাদার অসুস্থতার জন্য আজকে আমাকে ছুটি দিয়ে বাধিত
করবেন।
 
নিবেদক
 
মুশফিক আলী
শ্রেণীঃ নবম
শাখাঃ ক
রোল নং ০১

দাদির অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
প্রধান শিক্ষক
শাহ মখদুম উচ্চ বিদ্যালয়
রাজশাহী
 
বিষয়ঃ দাদির অসুস্থতার জন্য ছুটির আবেদন।
 
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যলয়ের দশম শ্রেনীর একজন নিয়মিত শিক্ষার্থী।
আমার শাখা “A” এবং রোল নং ০৭। আমার দাদির দীর্ঘদিন যাবত কিডনি রোগে এবং কোমর
ব্যথা নিয়ে ভুগছিলেন। যেহেতু তার বয়স বর্তমানে ৭০ বছরের উপরে তাই তিনি এখন
নড়াচড়াও করতে পারেন না অর্থাৎ এক কথায় বিছানাগত।
 
মনে হয় তার অপারেশন করানো লাগবে তাই আমাদের পরিবারের পক্ষ থেকে দাদির সাথে
থাকার দায়িত্ব আমার উপরে। যেহেতু আজকে আমাদের ক্লাস টেস্ট এর পরীক্ষা ছিল তাই
শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য আমি স্কুলে এসেছিলাম। কিন্তু বাকি ক্লাসগুলো
করা আমার পক্ষে সম্ভব না কারণ আমার অসুস্থ দাদিকে নিয়ে হাসপাতালে যেতে হবে।
 
অতএব, বিনীত প্রার্থনা আমার অসুস্থ দাদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছুটি
দিয়ে কৃতজ্ঞ করবেন।
 
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
 
দুরন্ত
শ্রেণীঃ দশম
শাখাঃ A
রোল নং ০৭

নানার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
নোয়াখালী সরকারি উচ্চ বিদ্যালয়
নোয়াখালী
 
বিষয়ঃ নানার অসুস্থতার জন্য ছুটির আবেদন।
 
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার নোয়াখালী সরকারি
উচ্চ বিদ্যালয় এর অষ্টম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। আমার শাখা “B”, বিভাগ
বিজ্ঞান, রোল নং ০৪। আমার নানা একজন বিখ্যাত কবিরাজ ছিলেন। তিনি বিভিন্ন ধরনের
রোগের চিকিৎসা এবং জিনদের সাহায্যে অনেক কাজ করতে পারতেন।
 
কিন্তু আজ সকাল থেকে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। অনেক সময় জ্বীনেরা
কবিরাজদের বিভিন্ন ক্ষতি করে থাকে। সবাই মনে করছে আমার নানার সাথেও ঠিক একই
ঘটনা ঘটেছে। নিকটস্থ চিকিৎসকেরা আমার নানার রোগ শনাক্ত করতে পারছে না। তাই
আমাকে নানার সাথে থেকে উন্নত চিকিৎসা করানোর জন্য বিভাগীয় হাসপাতালে যেতে হবে।
 
অতএব, মহোদয় সমীপে আবেদন নানার অসুস্থতার জন্য আমাকে ছুটি দিলে সারা জীবন ঋণী
হয়ে থাকবো।
 
নিবেদক
 
নাজমুল হক
শ্রেণীঃ দশম
শাখাঃ B
বিভাগঃ বিজ্ঞান
রোল নং ০৭

নানির অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
প্রধান শিক্ষক
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
জিন্দাবাজার, সিলেট
 
বিষয়ঃ নানির অসুস্থতার জন্য ছুটির আবেদন।
 
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার রসময়
মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। আমার শাখা
“ঘ”, বিভাগ মানবিক, রোল নং ০৫।
আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে। আমার দ্বিতীয় মা আমাকে
এবং আমার ছোট বোনকে অত্যাচার করতো।
 
তাই তখন থেকেই আমরা নানির বাড়িতেই থাকি। আমাদের সকল ভরণপোষণ নানা এবং নানি বহন
করে। আমার নানি লিভার সিরোসিস রোগের দীর্ঘদিন যাবত ভুগছিল কিন্তু আজ সকাল থেকে
খুবই অসুস্থ অনুভব করছে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকবার চিকিৎসা
করিয়েছে কিন্তু কোন লাভ হয়নি তাই নানিকে সদর হাসপাতালে নেওয়ার জন্য আমার
ছুটির প্রয়োজন।
 
অতএব, আমার অসুস্থ নানিকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছুটি প্রদান করলে চির
কৃতজ্ঞ থাকবো।
 
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
 
রবিউল হক পলাশ
শ্রেণীঃ দশম
শাখাঃ ঘ
বিভাগঃ মানবিক
রোল নং ০৫

ফুফুর অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
প্রধান শিক্ষক
এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়
সুনামগঞ্জ
 
বিষয়ঃ ফুফুর অসুস্থতার জন্য ছুটির আবেদন।
 
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার এইচ.এম.পি উচ্চ
বিদ্যালয়
এর দশম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। আমার শাখা “C”, বিভাগ বিজ্ঞান, রোল নং
১৪। আমার ফুফু ডিজেনারেটিভ ব্রেইন ডিসঅর্ডার বা অ্যালজাইমার রোগে দীর্ঘদিন যাবৎ
ভুগছিল। কিন্তু আজ সকালে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়ে।
 
তাকে ইতিমধ্যে জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। আমার ফুফু বর্তমানে মুমূর্ষ
অবস্থায় মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে। এই পৃথিবীতে হয়তো আমার ফুফু্র আজকেই শেষ
দিন। তাই শেষ দেখা হিসাবে ফুফুর সাথে সাক্ষাৎ করে কথা বলতে চায়। এখন প্রথম
ক্লাস চলছে তাই দ্বিতীয় ক্লাস থেকে পরবর্তী ক্লাস গুলোতে উপস্থিত থাকা আমার
পক্ষে সম্ভব নয়।
 
অতএব, আমার ফুফুর অসুস্থতার বিষয়টি বিবেচনা করে আমাকে ছুটি প্রদান করলে আপনার
সদয় মর্জি হয়।
 
নিবেদক
 
মাসুম বিল্লা
শ্রেণীঃ দশম
শাখাঃ C
বিভাগঃ বিজ্ঞান
রোল নং ১৪

খালার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
প্রধান শিক্ষক
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়
পিরোজপুর
 
বিষয়ঃ খালার অসুস্থতার জন্য ছুটির আবেদন।
 
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার পিরোজপুর
সরকারি উচ্চ বিদ্যালয় এর সপ্তম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। আমার শাখা
“ক”, বিভাগ কমার্স, রোল নং ০৯। আমার খালা পারকিনসন’স রোগ রোগে দীর্ঘদিন যাবৎ
ভুগছিল। কিন্তু আজ সকালে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়ে।
 
তাকে ইতিমধ্যে জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। আমার খালা বর্তমানে মৃত্যু সঙ্গে
যুদ্ধ করছে। আমার পরিবারের সবাই তাকে দেখতে যাবে সাথে আমারও যাওয়ার প্রয়োজন।
এখন আমাদের প্রথম ক্লাস শেষ হলো তাই দ্বিতীয় ক্লাস থেকে পরবর্তী ক্লাস গুলো
করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ খালাকে দেখতে হাসপাতালে যাওয়ার বিশেষ প্রয়োজন
আমার।
 
অতএব, আমার খালার অসুস্থতার বিষয়টি বিবেচনা করে আমাকে ছুটি প্রদান করলে চির
কৃতজ্ঞ থাকবো।
 
নিবেদক
 
আরাফাত
শ্রেণীঃ সপ্তম
শাখাঃ ক
বিভাগঃ কমার্স
রোল নং ০৯

প্রতিবেশীর অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
প্রধান শিক্ষক
গভ মুসলিম হাই স্কুল
চট্টগ্রাম
 
বিষয়ঃ প্রতিবেশীর অসুস্থতার জন্য ছুটির আবেদন।
 
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার গভ মুসলিম হাই স্কুল এর দশম শ্রেণীর একজন নিয়মিত
ছাত্র। আমার শাখা A”, বিভাগ মানবিক, রোল নং ৫৫। আমার প্রতিবেশীর বিনাইন ব্রেন
টিউমার হয়েছে তাই আজকে তার অপারেশন করা হবে। যেহেতু ছোটবেলা থেকেই তার সাথে
আমাদের পরিবারের সুসম্পর্ক রয়েছে তাই সামাজিকতার জন্য আমাদের পরিবারের সবাইকে
তার সাথে হাসপাতালে উপস্থিত থাকতে হবে।
 
অতএব, আমার প্রতিবেশীর অপারেশনের জন্য আমাকে ছুটি দিয়ে বাধিত করবেন।
 
নিবেদক
 
মুজাহিদ
শ্রেণীঃ দশম
শাখাঃ A
বিভাগঃ মানবিক
রোল নং ৫৫

অসুস্থতার জন্য পরীক্ষায় অনুপস্থিতির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
অধ্যক্ষ
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
ঢাকা।
 
বিষয়ঃ অসুস্থতার জন্য পরীক্ষায় অনুপস্থিতির আবেদন।
 
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর “ক” শাখার একজন নিয়মিত
শিক্ষার্থী। গত ১৬ জুলাই রাত থেকে আমার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে যার ফলে
আমি আমার অর্ধ বার্ষিক পরীক্ষার ১৯ জুলাই এর ইংরেজি প্রথম পত্র এবং ২০ জুলাই এর
ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কোনভাবেই উপস্থিত হওয়া সম্ভব নয়। কারণ
শ্বাসকষ্ট শুরু হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় যার ফলে আমি কোনভাবেই লিখতে পারবো
না।
 
আমার ছোটবেলায় নিউমোনিয়া ছিল যার ফলে পরবর্তীতে এই নিউমোনিয়া হাঁপানি বা
শ্বাসকষ্টের রূপ নেয়। আমি আপনার বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে বিশেষ কোনো
কারণ ছাড়া কোনদিনই ক্লাসে অনুপস্থিত ছিলাম না। ইতিপূর্বে প্রতি বছর ক্লাসের
বার্ষিক পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করেছি। আমার সমতুল্য নাম্বার পাওয়ার
সামর্থ্য কারো ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না এটা আমার বিশ্বাস।
 
অতএব, জনাবের নিকট আকুল আবেদন আমার অসুস্থতার কথা বিবেচনায় করে পরীক্ষায়
অনুপস্থিত থাকার শাস্তি মওকুফ করে ছুটি দিলে বিশেষ উপকৃত হতাম।
 
নিবেদক
 
আইমান সাদিক
শ্রেণীঃ নবম
শাখাঃ ক
রোলঃ ০১

অসুস্থতার জন্য আর্থিক সাহায্যের আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর প্রধান শিক্ষক
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়
ঢাকা।
 
বিষয়ঃ অসুস্থতার জন্য আর্থিক সাহায্যের আবেদন।
 
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর “ক” শাখার একজন নিয়মিত
শিক্ষার্থী। আমার ক্লাসের রোল নাম্বার ০৩। আমার বাবা একজন দিনমজুর। আমরা ৫
ভাইবোন তার মধ্যে আমরা ৩ ভাইবোন আপনার বিদ্যালয়ে পড়াশোনা করছি। আর্থিকভাবে
সাহায্য করার জন্য আমি আমার স্কুল শেষ করে বিকেলে অটো রিক্সা চালাতাম এবং আমার
বাবা যতটুকুই ইনকাম করত ওই টাকা দিয়ে কষ্ট করে আমাদের দিন চলে যেত।
 
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, অটো রিক্সায় একটি যাত্রী উঠিয়ে থানার দিকে
যাচ্ছিলাম ঠিক তখনই পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয় যার ফলে আমার অটো
রিক্সা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। যার ফলে আমার বাম হাত এবং আমার প্যাসেঞ্জারের
ডান পা ভেঙে যায়। যেহেতু আমি নিম্নবিত্ত পরিবারের সন্তান তাই এই অসুস্থতা থেকে
মুক্তি পাওয়ার জন্য ১০ হাজার টাকার প্রয়োজন।
 
অতএব, জনাবের নিকট বিশেষ অনুরোধ আমার হাত ভাঙ্গার অসুস্থতার কথা বিবেচনায় করে
আর্থিকভাবে সাহায্য করলে চিরজীবন কৃতজ্ঞ থাকতাম।
 
নিবেদক
 
নাফিস সেলিম
শ্রেণীঃ দশম
শাখাঃ ক
রোলঃ ০৩

অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
মতিঝিল বাণিজ্যিক এলাকা
ঢাকা-১০০০
 
বিষয়ঃ অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন।
 
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসে কর্মরত একজন নিয়মিত কর্মচারী। আমি
সুপারভাইজার পদে গত ৩ বছর যাবত নিষ্ঠা এবং দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি।
আমি ইতিপূর্বে কোনদিনই কাজে অবহেলা করেনি, এমনকি কোন বিশেষ কারণ ব্যতীত অফিসে
অনুপস্থিত থাকেনি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
 
গতরাতে আমার পারিবারিক একটি অনুষ্ঠান এবং খাওয়া-দাওয়ার আয়োজন ছিল। সারাদিন
কাজ করার পরে রাতে ওই অনুষ্ঠানে অংশ নিয়ে রাতের খাবার ওখানে খায়। কিছুক্ষণ পরে
আমার গ্যাস্টিকের সমস্যা দেখা দেয় কিন্তু তৎক্ষণাৎ আমি গ্যাসের ট্যাবলেট খায়।
গ্যাসের ট্যাবলেট খাওয়ার কারণে সকালে গ্যাস্টিকের কোন সমস্যা দেখা দেয়নি যার
ফলে আমি অফিসে এসেছিলাম।
 
কিন্তু এখন হঠাৎ করে আমার পেটে গ্যাস্টিকের প্রচন্ড সমস্যা শুরু হয়েছে। আমি
আবারো গ্যাসের ঔষধ খেয়েছি কিন্তু কোনভাবেই গ্যাস্ট্রিকের কারণে সৃষ্ট ব্যথা
কমছে না। যেহেতু এখন সকাল ১১ টা বাজে আর আমার অফিস ছুটি হবে বিকেল ৫ টায় তাই
এতক্ষন যাবত অফিসের কাজগুলো করা আমার পক্ষে কোনভাবেই সম্ভব নয়।
 
অতএব, আমার অসুস্থতার কথা চিন্তা করে অফিসের কাজকর্ম থেকে মুক্ত করে আজকের জন্য
ছুটির প্রদান করলে জনাবের মর্জি হয়।
 
নিবেদক
 
আছিউল আলম
সুপারভাইজার

পারিবারিক সমস্যার জন্য অগ্রিম ছুটির আবেদন

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
অধ্যক্ষ
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ
চট্টগ্রাম।
 
বিষয়ঃ পারিবারিক সমস্যার জন্য অগ্রিম ছুটির আবেদন।
 
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর “ঘ” শাখার একজন
নিয়মিত ছাত্রী। আমার ক্লাসের রোল নাম্বার ১৬। আমার বাবা একজন ভ্যানচালক। আমরা
৩ ভাইবোন, তার মধ্যে আমরা ৩ ভাইবোনই আপনার বিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার বাবার
সাথে আম্মুর ঝগড়া হওয়ার কারণ আম্মু নানির বাড়িতে চলে গিয়েছে।
 
আমার আম্মুকে যতই বোঝানো হচ্ছে আসার জন্য কোনভাবেই রাজি হচ্ছে না। যেহেতু আমার
আম্মু আমাকে অনেক ভালোবাসে তাই আমি যদি তাকে বুঝিয়ে বলি তাহলে চলে আসবে। যেহেতু
আজ ১৮ জুলাই তাই আজকে গেলে ২১ জুলাই তারিখে আসবো। কিন্তু আগামী কাল
নানীবাড়ি থেকে এসে ক্লাসে উপস্থিত হতে পারবো না। এজন্য আগামীকালের জন্য আমার
অগ্রিম ছুটির প্রয়োজন।
 
অতএব, জনাবের নিকট বিশেষ অনুরোধ আমার পারিবারিক সমস্যার বিষয়টি বিবেচনা করে
আগামীকালের জন্য আমাকে অগ্রিম ছুটি প্রদান করে বাধিত করবেন।
 
নিবেদক
 
নাহিদা
শ্রেণীঃ সপ্তম
শাখাঃ ঘ
রোলঃ ১৬

অফিসে তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন

১৮ জুলাই,২০২৪
 
বরাবর
ব্যবস্থাপক পরিচালক
সোনালী ব্যাংক লিমিটেড
মতিঝিল, ঢাকা-১০০০
 
বিষয়ঃ অফিসে তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন।
 
শ্রদ্ধেয় স্যার,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসে কর্মরত একজন দায়িত্বশীল কর্মচারী। আমি
সুপারভাইজার পদে গত ১০ বছর যাবত নিষ্ঠা এবং দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি।
আমার সাধ্যমতো চেষ্টা করেছি যাতে কোন কাজে ফাঁকি না দিই। গত ৩ বছরে আমি আপনাকে
কোন অনুরোধ বা আবেদন করিনি।
 
কিন্তু আগামী ২০ জুলাই আমার ভাইয়ে বিয়ে। আমার বাবা-মা কেউ নেই। শুধু আমরা ৩
ভাইবোন, ভাইবোনদের মধ্যে আমিই সবার বড়। তাই আমার ভাইয়ের বিয়ের সকল কাজগুলো
আমাকেই করতে হবে। বিয়ের সকল কাজ করতে এবং সবাইকে দাওয়ার দেওয়ার জন্য অনেক সময়ের
প্রয়োজন। তাই ১৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত মোট ৩ দিন আমার অগ্রিম ছুটির
প্রয়োজন।
 
অতএব, জনাবের নিকট অনুরোধ আমার ভাইয়ের বিয়ের জন্য অফিসে অগ্রিম ছুটি দিলে
সারাজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম।
 
নিবেদক
 
সোলাইমান খান
ব্যবস্থাপক পরিচালক
সোনালী ব্যাংক লিমিটেড

আত্নীয়ের অসুস্থতার জন্য অগ্রিম ছুটির আবেদন পত্র

১৮ জুলাই, ২০২৪
 
বরাবর
অধ্যক্ষ
আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল অ্যান্ড কলেজ
বংশাল, ঢাকা
 
বিষয়ঃ আত্নীয়ের অসুস্থতার জন্য অগ্রিম ছুটির আবেদন।
 
জবাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর “ক” বিভাগের একজন
নিয়মিত শিক্ষার্থী। আমার ক্লাস রোল ০২। গত জুন মাসের ২৫ তারিখে আমার একজন নিকট
আত্নীয়ের ব্রেন স্ট্রোক হয়। তারপর তাদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য
বাংলাদেশের সেরা মেডিক্যাল পিজি-হাসপাতালে ট্রিটমেন্ট করানো হয়।
 
চিকিৎসা করানোর পর সে ভালোই ছিল কিন্তু গতকাল থেকে থেকে আমার ওই আত্মীয় হঠাৎ
করে খুবই অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে হাসপাতালের ইমার্জেন্সি রুমে রাখা
হয়েছে অর্থাৎ যেকোনো সময় সে মারা যেতে পারে। ছোটবেলায় আমার বাবা-মা যখন
অফিসে যেত তখন সেই আমাকে রাখতো এবং যত্ন করতো। তাকে দেখতে যাওয়ার জন্য
আগামীকাল আমার ছুটির প্রয়োজন।
 
অতএব, আমার আত্মীয়র মুমূর্ষ অবস্থায় কথা বিবেচনায় নিয়ে আগামী ১৯ জুলাই
তারিখে অগ্রিম ছুটি প্রদান করে বাধিত করবেন।
 
নিবেদক
 
রমেন বড়ুয়া
শ্রেণীঃ অষ্টম
শাখাঃ ক
রোল নংঃ ০২

ব্যক্তিগত মতামতঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

আশা করি আপনি অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র এবং অগ্রিম ছুটির জন্য আবেদন
পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনি যদি এই আর্টিকেল থেকে
সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে
ভুলবেন না। আর অন্যান্য কোন বিষয়ে যদি আবেদনপত্র লেখার নিয়ম জানতে চান তাহলে
অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 8 =